উদ্ভ্রান্ত দিশাহীন মেঘেদের দল
ভাগ্যহত বেশিরভাগ
ঝরে পড়ে বারবার; ভুল ঠিকানায়
ভাগ্যবান গুটি কয়েক
সফল বৃষ্টিফোঁটা হয়ে নদীবুকের ছোঁয়া পায় কেবল
জলের কিনারায়-
ঘাট যেখানে বিছানা পেতে দেয়
পথিক নদীকে বিরাম দেবে বলে খানিক,
ইঁটের দীর্ঘপথ পেরিয়ে
তুমি আর আমি
পৌঁছেছিলাম সেইখানে ঠিক
মেঘের নদী হওয়া দেখব বলে!
সময়ের ছলাত ছলাত
ক্ষয়ে যাওয়া-হারিয়ে যাওয়া নিরুদ্দেশে; ঠিকানা বিহীন
জানি, আজ এ সব অর্থহীন
বৃথা এ মেঘসাজ! শুধু শুধু নিষ্ফল বৃষ্টিহীন
এ ঘনকালো মেঘশয্যা-এ গাঢ় অন্ধকার-এ মেঘ আয়োজন
তবু সেদিনের সেই সুখছবি অবিকল একই রকম
আবার ফুটেছে যে আজ!
মনে পড়ে যায় শুধু,
খুব দেখতে ইচ্ছে করছে তোমায়; এখানে, এক্ষুণি
জানি, আর তা আজ, হবার নয়
ইচ্ছের ঠিকানা মনে; বারণ অন্য কারো, অন্য কোনখানে