ভরসা//

মাটিতে
আর জায়গা কই?
শহর বাড়াতে আকাশটাই একমাত্র

সম্পর্ক//

যতবারই ভাবি
রাখবো না আর একেবারে
ততবারই পৌনঃপুনিকের মতো অবশেষ রয়েই যায়

গন্তব্য//

একই পথ-
নীচ দিয়ে ইচ্ছে অনুযায়ী
একবার উড়ালপুলে উঠে পড়লে আর, নিজের ইচ্ছেয় নামা যায় না।