বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখার চেয়ে বউয়ের হাত ধরে ঠাকুর দেখায় মজা অনেক
এমন স্বর্গীয় অনুভূতি, বিবাহিত ছাড়া আর কারোর জানার কথা নয়!
মজা অনেক! আর বিধিনিষেধের বেড়াজাল! থাক, সে সব কথা।
এতকালের ঠাকুর দেখা - খোলা আকাশের নীচে
বেপরোয়া- উদ্দাম- উচ্ছৃঙ্খল- স্বাধীনতায়।
আর এখন, শৃঙ্খল আবদ্ধে।
শৃঙ্খল আর শৃঙ্খলতা পাশাপাশি দুটো শব্দ।
মণ্ডপের মধ্যে, প্রতিমার সামনে
হাতদুটো জোড়ো করে চোখ বুজিয়ে ঠাকুরকে নমস্কার করছে - বউ।
হঠাৎ, প্যারোলে মুক্ত বন্দির মতো মুক্তির বাঁধ ভাঙা উল্লাস আমার মনে-প্রাণে
পরবর্তী-টানা ষাট সেকেন্ডের জন্যে।