“আমার ঠাকুর্দাকে কেমন দেখতে ছিল?”  
-কাঁধের 'পরে তুলে  
দূর আকাশের ভিড়ে,  
কোন এক নাম না জানা, তারা দেখিয়েছিল, বাবা-    

আর্দ্রা-লুব্ধক-প্রভাস-বশিষ্ঠ-পুলস্থ  
ওঁরা আমার খুব প্রিয়
তবু, ওঁদের মধ্যে নেই তিনি
ওঁরা তো তাঁরও জন্মের বহু আগে থেকেই, আকাশে-    

পৃথিবী যদি হয় একতলা
তবে, আকাশ বোধ হয় দোতলা
প্রিয়জন সব,
পৃথিবীর সব কাজ সেরে,
মাটি ছেড়ে, আকাশের তারা হয়ে-    

আকাশ থেকে মাটিতে
শুধু, এক তারা এসেছিলেন নেমে, মানুষের বেশে-  
ভালোবাসার ডালিটি পূর্ণ করে,  
রুক্ষ পৃথিবীর বুকে করুণার পরশ বোলাতে  

খটখটে শুকনো মাটি যেমন সিক্ত হতে চায়
তৃষ্ণার্ত ছাতি যেমন একটু, জলের অনুসন্ধানে-  
মরুভূমির মতো শুষ্ক পৃথিবীর বুক তেমন,          
একটু ভালোবাসার আশ্রয়ের খোঁজে ফেরে, সেই তারাটিকে, আজও!