আশ্বিনের শেষ। কার্তিক আসবো আসবো করছে!
নির্মেঘ আকাশ; ঘন নীল

যদিও অগণিত তারা নিয়ে আকাশ
যেমন, অপরিমেয় দারিদ্র্য নিয়ে পৃথিবী
তবু, দরিদ্র কিংবা তারা; দুজনকেই দেখার-  
প্রশস্ত সময় হলো; নির্ঘুম-নিঝুম-নিশীথ রাত!  

কোজাগরী আলোকবন্যায়
আকাশ উপচে পড়েছে আজ-সম্পন্ন প্লাবনে
সম্পদহীন আলোকবিহীন সব তারা
হারিয়ে গেছে
মুছে গেছে
মুখ লুকিয়েছে
উজ্জ্বলতম জ্যোৎস্নার আড়ালে আবডালে  
  
কত খুঁজলাম,
আকাশের এ মাথা থেকে ও মাথা
না! একটাও তারা দেখতে পেলাম না যে!