টানের টানাপড়েনেই নাকি জোয়ার-ভাটা
টান তো আছেই-
সন্তানসন্ততিতে, ভরাসুখসংসারের মায়াবাঁধনে
তবু, মাথাচাড়া দিয়ে ওঠে বিপরীতমুখী এক বিকর্ষণ
রাজকীয় বিলাসব্যসন-রাজসিংহাসন-গৃহসুখগণ্ডি ছেড়ে; গৃহত্যাগে,
হয়তো সেখানেও এক টান, প্রবল হয়ে ছুটে চলে বৃহত্তর জগতের কল্যাণে-
লোলুপ দৃষ্টি মেলে
লোভনীয় টোপ ফেলে, আপাতনিরীহ হিংস্র টান, আর এক-
নিমেষে তছনছ করে দিল,
তাদের সাধের সাজানো ঘর, গোছানো ভরাসুখসংসার