শুধু, যুক্তিতে আস্থা আমার।যুক্তিতেই,নিযুক্ত কেবল
কার্য, কারণে যুক্ত আর সফলতা আসে কার্যে।    
আমার সফলতার কারিগর - স্বয়ং আমি  
স্বীয় কীর্তি ধ্বজায়,অবদান নেই অন্য কারো,একফোঁটাও।    
দায় নেই তাই, কারো প্রতি কৃতজ্ঞতা স্বীকারে-
স্বয়ংসম্পূর্ণ-সার্বভৌম-একছত্র স্বাধীন আমি
সত্যি কথাটা বুক ফুলিয়ে ঘোষণা করলাম,তাই।  

আচ্ছা,এই ঘোষণাপত্রটি  
আত্মবিশ্বাসের প্রতিধ্বনি
         না
উল্লঙ্ঘন সদম্ভে আত্মম্ভরিতায়?