না! নাটকটা এবার তেমন জমল না
অথচ, আয়োজনের ঘাটতি ছিল না এতটুকুও!
নাটক নির্বাচনঃ রুচির পরিবর্তনের কথা ভেবেই
মহলায় অনুশীলনও যথেষ্ট,
পরিচালনাও কম অভিজ্ঞ নয়! তবুও,
এবারের নিবেদন ব্যর্থ বলতেই হবে!
পুরোদস্তুর খেটেও সাফল্যের ফসল উঠলো না ঘরে
নির্ভুল হিসেব কষেও ব্যর্থতার খাতায় শুধু, শূন্য!
একেক সময় হাজার খুঁজেও
ব্যর্থতার সঠিক কারণ খুঁজে পাওয়া যায় না!
দুঃসহ গরমের হাত থেকে
পৃথিবীপৃষ্ঠকে শীতল ছোঁয়ার পরশ দেবে বলে
মেঘদলের সুদীর্ঘক্ষণের অন্তরঙ্গ আয়োজন
চকিতেই এলোমেলো হয়ে যায়; কারণ ছাড়াই!
ক্ষণিকের ধুলোঝড় নিমেষেই ধূলিসাৎ করে দেয়
জ্যৈষ্ঠের আকাশভরা কালোমেঘের স্বস্তির মুক্তিবার্তা!
মেঘ তবু হাল ছাড়ে না!
আশাবাদী মেঘ জড়ো হয় আবারও
আকাশের গায়;
শীতল ফোঁটা ঝরানোর ভরসায়!
দেখাদেখি ক্লাবঘরে জড়ো হই আমরাও, আবার; পরবর্তী প্রযোজনায়!