জ্বলন্ত আগুনে তো আর,
ঝাঁপ দিতে পারি না!
কিংবা অতল জলে ডুব!
রক্ষাকর্তা চাই একজন,
যাঁর ওপরে ভরসা করা যায়-
চোখ বুজিয়ে গভীর আস্থায়; যাঁর কাছে,
সঁপে দেওয়া যায় নিজেকে, পুরোপুরি-
যদি সংখ্যার হিসেব কষতে বসি,
চেষ্টা করি যদি বয়স গুনবার, একজন মানুষের;
তবে, অসম্ভব তোমার ফিরে আসা!
তবু, বুকের গভীরে পরম যত্নে,
লালন করি সেই আশা-
পালন করি সেই বিশ্বাস, আজও
অন্য আর সবার মতো-
তুমি ফিরে এলেই,
তুমি হাল ধরলেই,
অবস্থাটা, পাল্টে যেত এক নিমেষেই!
যন্ত্রণাময় পরাধীন পথ পেরিয়ে
তবেই, স্বাধীনতার সুখস্বপ্ন!
তোমায় দেবো বলে
বুকের রক্ত রেখেছি তুলে,
অপূর্ণ, অধরা সে এক সাধ; স্বাধীন হওয়ার!
বেঁচে রয়েছে মাথা উঁচু করে-
তোমায় নিয়ে, তোমায় ঘিরে; একইভাবে, আজও!