( শ্রদ্ধেয় কবি সুমন কে উৎসর্গ করলাম আজকের এই কবিতাটি )
খাদ্য, বস্ত্র আর বাসস্থান;
বাঁচতে গেলে এটুকুই লাগে
পোষা টিয়াটার বস্ত্রও লাগে না
আর, টবের গাছটাকে রোজ একটু করে জল দিলেই হল
সারা রাতের জাড় কাটিয়ে সকালের মিঠে রোদটাকে
দু-হাত বাড়িয়ে ধরতে চায় গাছটা
খুশিতে তার সারা গা এখন কেমন চকচক করছে!
ব্যালকনিতে না নিয়ে এলে, টিয়াটা কেমন মনমরা হয়ে থাকে
আর, বাইরেটা দেখলে-
নিজের মনে সে খুশিতে কচর কচর!
বসে বসে দেখি ওদের কাণ্ডকারখানা
বেঁচেই তো আছি আমি!
তবে, ‘ভালো আছি’ বললেই
ভেতরের বন্দি টিয়াটা বলে ওঠে,- “মিথ্যুক কোথাকার!”