থার্ড স্ট্যান্ডার্ডে পড়া অর্কজ্যোতির গার্জেন কল হয়েছে
অবিশ্বাস্য! অসম্ভব একটা ব্যাপার!
বরাবর ফার্স্ট হওয়া ছেলের একি অধঃপতন!
কমপ্লেন; থার্ড পিরিয়ডে ম্যাথসের ক্লাসে, অর্ক ঘুমিয়ে কাদা
ম্যামের অনেক ডাকেও ঘুম ভাঙে নি তার
পেরেন্ট'স মিট অর্ককে নিয়েই;
শোনানো হল, “এভাবে চললে এবার আর ফার্স্ট হতে পারবে না সে।”
বাড়ি ফিরে মাম্মি-ড্যাডির তুমুল ঝগড়া; অর্ক-র সামনেই।
নতুন নয় এটা, অর্ক-র কাছে
প্রতি রাতেই, ঘুম ভাঙে তার-
ভয়ে গলাটা কাঠ হয়ে যায়
অচেনা লাগে দুজনকেই।
সেপারেশান হবে ওদের
স্বাবলম্বী বলে, কেউ কারোর ওপর ডিপেন্ড করে না।
স্বাবলম্বীর মিনিংস শিখেছে সে। আর, সে যে স্বাবলম্বী নয় সেটাও;
সে যে ইক্যুয়ালি ডিপেণ্ড করে দুজনকেই।