চারজন আততায়ীর চারজোড়া অনুসন্ধানী চোখ- বীক্ষমাণ
অসফল- তাও।
দীর্ঘ বাহাত্তর ঘণ্টা-
অবশেষে, ধরা পড়লো দুশমন।
দেহের ডোরাকাটা ঘন সবুজ রঙে- অপরাধের ছাপ স্পষ্ট।
সাধের- ফুলগাছের কচি পাতাগুলো সাবাড় করে পুষ্ট সে।
“ধরা যখন পড়েছো”- সমুচিত শিক্ষা- প্রাণদণ্ড।
মৃত্যুদণ্ড কার্যকর করার আগের মুহূর্তে বিচারক-
“প্রাণীটি আর বাহাত্তর ঘণ্টা আত্মগোপন করতে পারলেই-নিশ্চিত প্রজাপতি”।