ভাগ্যিস ইন্ডিয়া আগেই বিদায় নিয়েছিল
নইলে এইরকম সুপার ওভারে! আর, আমার যা স্নায়ুর অবস্থা!
এমনিতেই আমি সাদা চামড়ার ইংল্যান্ডকে দু চক্ষে দেখতে পারি না
এর পেছনে হয়তো দু'শো বছরের শোষণ আর বঞ্চনার ইতিহাস
তবে, ওই কালো ছেলেটা
যখন শাসন ভার পেল সুপার ওভারে
যার সুযোগ্য হাতে বল না দিয়ে আর অন্য কোন বিকল্পই ছিল না ইংল্যান্ডের
কি জানি আমার ভেতরে একটা সমর্থন জন্ম নিল তৎক্ষণাৎ
ইংল্যান্ডের জন্যে নয়; কৃষ্ণাঙ্গ ওই যুবকটির জন্যে!