অ্যাসিড পুড়িয়ে দেয় যেমন করে
কোমল সুন্দর নারীশরীর!
“আয়লার” আচম্বিতে! তেমন কদর্য ক্ষতে
দগদগে হয়ে গিয়েছিল আমার সুন্দরী সুন্দরবন!
কতোদিনের কতো নিষ্ঠায় গড়ে ওঠা
মনোরম মানব সভ্যতার ওপর
সে কী নৃশংস প্রাকৃতিক প্রতিহিংসা!
তারপর; ধীরে ধীরে আজ আবার;
পরিশ্রমী মানুষের নিরন্তর নিষ্ঠার কাছে
হার মানতে বাধ্য হল; হিংস্র প্রকৃতি
মাঠে মাঠে সোনালী ফসলে আজ আবার;
সেজে উঠেছে তার নতুন নরোম শরীর
সদ্যোজাতদের নিয়ে,
নতুন করে মাথা তুলেছে সে
চারদিকে দেখি শুধু;
নতুন...নতুন...আর, নতুনের জয়ধ্বনি!
খোঁজ করেছি অনেক-
তবুও; পাইনি একজনও প্রাচীন!
হয়তো মুছে গেছে তারা সব একযোগে;
সেই দুর্যোগের রাতে, ঝড়ের আঘাতে আঘাতে!