তিলতিল করে গড়ে ওঠে তিলোত্তমা।
একটু একটু করে বেড়ে ওঠে সোনালী স্বপ্ন।
একরাশ স্বপ্ন বুকে নিয়ে পথচলা শুরু করলো একটা দল
একই পথের সওয়ারি তারা।
পথচলার সুখ-দুঃখ হাসি-গান শোনাতে শোনাতে চলেছে
পথের কষ্ট ভুলে-
তাদেরই একজন শ্রান্তিতে আর চলতে পারছিলো না
হঠাৎ ছন্দপতন তার।
বটবৃক্ষের সুশীতল ছায়াতলে তাকে শুইয়ে রেখে
সাথীরা অপেক্ষায় রত-
বাদ সাধল চালক
সে যে এক লহমাও সময় দিতে রাজি নয়
সাথীরাও যে তাকে নিয়েই চলতে চায়
অবশেষে, সবাই মিলে ঠিক করলো
তার সু মনটাকে সঙ্গে নিয়েই
আবার শুরু করবে পথচলা।