সুখেরও ঋতুবদল হয়
বাড়া কমা হয় জ্যোৎস্নারও!
দাম্পত্যের সুখছবি
সোহাগের নিত্য ঝাড়পোঁছ
তবুও, তেলচিটে না পড়লে
বদলটা চোখে পড়ে না!
ঠায় এক জায়গায় বসে থাকে না কিছু!
বদল ঘটে চলেছে; প্রতিদিন প্রতিক্ষণে
তবু ওই উপচে পড়া!
তবু ওই কানায় কানায় ভরে যাওয়া!
আকাশ ভর্তি পূর্ণিমার জোছনামাখাসুখ
প্লাবনের বিস্তৃত নদীসুখজোয়ার!
সুখপাত্র উছলে না পড়লে
বুঝতে পারি না, ধরতে পারি না; সুখটাকে ঠিক!