আদিগন্ত বিস্তৃত সবুজ গালিচা
ঊষার আলো মেখে- আনন্দে খেলে বেড়ায় কচিকাঁচার দল।
দিনান্তের বিবর্ণ আলোয়- উঠে দাঁড়ানোর শেষ চেষ্টা বৃদ্ধ প্রপিতামহের
নিজের ছায়াকেই, মনে হয় আপন মৃতদেহ।
খেলা ছেড়ে-সাহায্যের হাত বাড়ায় শিশুটি-
ব্যর্থ, ক্ষুদ্র প্রচেষ্টা-
তবু, হাল ছাড়ে না কচি হাত দুটি
প্রাণপণে, ব্যস্ত অপসারণে-কপালের স্বেদবিন্দুগুলি।
অনন্ত তৃপ্তি-সুখে বুজে আসে চোখ দুটি।