পাহাড়ের যে কোন জায়গা থেকে ঝাঁপ দিলেই মৃত্যু সুনিশ্চিত!
তবু, সুইসাইড পয়েন্টই সবচেয়ে সুন্দর মনোরম মৃত্যুহাতছানি
যতবার পাহাড়ে গেছি ততবারই মনে হয়েছে
কোনটা বেশি সুন্দর? এই স্বর্গীয় উচ্চতা! না, ওই খাদের অতলে মসৃণ নেমে যাওয়া!
স্বর্গীয় সৌন্দর্যের এমন দুর্লভ জীবনযাপন উপেক্ষা করার সাধ্য থাকতে পারে কারো!
এই নন্দনকাননে দাঁড়িয়েও কেউ স্বেচ্ছা মৃত্যুযাপন চাইতে পারে!
তুমিও হয়তো আমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলে! আমি যে কেন বুঝতে পারলাম না!