ভালো কাজ করলেও; সু-ফল দেয় না সবসময়!
যশ ভাগ্য সবার থাকে না
জল মেশানো আছে জানলেও
প্রশংসায় মন গলে যায়!
সমালোচনা! ঠিক আবার সহজপাচ্য নয়!
দিগন্তের লাল আভায় ঠিক ঠাহর করতে পারি না
পুরনো সূর্যটা ডুবছে? না, নতুন আলো নিয়ে সে উঠছে!
শুধু, ধ্রুবতারা বলে দেয়; আমি আছি ঠিক এই জায়গাটাতেই।