সূর্য যুবক হলে
হাতের সব কাজ ফেলে
সাজে বসে সোমত্ত হাট;
ফি শনিবারে  

রকমারি চুড়ি দুল হার
ঘর সাজানোর টুকিটাকি, আর
লোভনীয় খাবার দাবার  
লোভের হাটে লাভেরই খোঁজ কেবল

অবশেষে; দিগন্তরেখায়
বয়সের ভারে ঢলে পড়ে জোয়ান সূর্যও
আলো ফুরিয়ে এলে, ভেঙে যায় হাট  
যৌবন হারিয়ে নিঃসঙ্গ হয় সোনাঝুরি গাছতলা  
    
অপচয়ের আবর্জনা জমা হয় শুধু,
হিসেবের খাতায়।  
ক্ষ্যাপা বাউল গেয়ে চলে তখনও;
“সময় গেলে সাধন হবে না”