মরসুমের প্রথম বৃষ্টি!
তবু, ভেজা হল না আমার
সঙ্গে ছাতা ছিল বলে!
অথচ এই বৃষ্টিকেই কী আকুল হয়ে চেয়েছিলাম!
কথা রেখে সে কিন্তু এল! সঙ্গ দেবে বলে
বৃষ্টিস্নানের ধারাপাতে
স্নাতক করে দেবে বলে! চলল আমার গায়ে গায়ে-পায়ে পায়ে
আর, আমি কি না! তারই ভালোবাসার ছোঁয়া এড়িয়ে এড়িয়ে!
সুরক্ষার মোহ
আমায় ভিজতে দিল না!
মোহের দোলাচলে
অস্বস্তির গ্লানি; প্রেমহীন রুক্ষ মরুভূমি!