ইদানীং,
'মিথ্যে' এক নতুন নামকরণে;
আমতা আমতা করলে হবে না!
স্মার্টলি ‘না’-টাকে, ‘হ্যাঁ’ বলতে পারলে
বা,
‘হ্যাঁ’-টাকে, ‘না’ বলতে পারলেই;  
নির্দ্বিধায় লোকে ‘খেয়ে’ নেবে!
স্মার্ট দুনিয়ায়
বিশ্বাস করতে পারি না আজকাল আর,
ভরসা করে!