বলার সময় রোজ আসে না
বলার সময়;
এলোমেলো হয়ে যায়
বলা হয়ে ওঠে না!
জীবনের যেটুকু সঞ্চয়
সবটুকুই কি মূল্যবান?
মূল্যহীনও কি রাখি নি
বুকে করে আঁকড়ে ধরে!
পড়া না পারলে
‘নীল ডাউন’; শাস্তিস্বরূপ
শাস্তিটা মনে আছে
সাফল্য তো মনেও নেই!
ব্যর্থতাও স্মরণীয় হয় কখনও কখনও!