একটা প্রলয়ংকরী ভূমিকম্প
একটা গোটা জনপদকে নিশ্চিহ্ন করে দিল।
টানা তিনটে দিন-উদ্ধারকারী দলও পৌঁছোতে পারল না।  
অবশেষে, প্রাণের খোঁজের সন্ধান পেল দলটি;
অতি আশ্চর্য ঘটে যায় কালে কালে
আর তেমন করেই দুধের শিশুটি বেঁচে যায়
ধ্বংসস্তূপ আর অগণিত মৃতদেহের মধ্যেও।
মাথার ওপরের মেঘ যখন ভেঙে পড়ে
মেঘের মতো উঁচু পাহাড়ও অসহায় হয়ে পড়ে কচি শিশুটির মতো
অবিরাম মেঘ-আঘাতে নিজেরই মাথায় এতকাল ধরে থাকা সরোবরটি
ছিটকে পড়ে এক ঝটকায়।
পাহাড়টার গায়ের মাংস খোবলাতে খোবলাতে নেমে আসে হিমবাহটি।
নিমেষেই অপরূপ সৌন্দর্য ধুয়ে মুছে নিশ্চিহ্ন
চারিদিকে শুধু ধ্বংসলীলার বীভৎস নিদর্শন আর সহস্র মৃতদেহ।
তবু,
সেই নিশ্চিত মৃত্যুর মধ্যেও
কেমন করে বেঁচে যায়
কেদার রাজার ছোট্ট সিংহাসনটি।