সীমানা বরাবরই আলাদা ছিল; জল আর ডাঙা
তবু যে ওই আগ্রাসনের চিরন্তন লোভ!
নিজেদের সীমানা বাড়ানোর হাজারো ফন্দিফিকিরে পরের সীমানায় ঢুকে পড়া
এমনিতেই সমুদ্র কিন্তু ধীর স্থির শান্ত প্রকৃতির
কিন্তু, ওই যে কুচক্রী হাওয়া!
ওই তো যত নষ্টের মূলে
ডাঙার আগুন সব জলে ঢেলে
আর জলের বৃষ্টি সব ডাঙায় তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে ঝড় হয়ে!
ছোটবেলা থেকে দেখে আসছি
আবহাওয়ার পূর্বাভাসে যা বলে তার বিপরীত হয়!
এবার মিলিয়ে দিল কাঁটায় কাঁটায়
ক্ষয়ক্ষতি কমলো বটে
তবু, প্রাকৃতিক প্রতিহিংসার কাছে আমরা আজও বড়ো অসহায়!