বীজ বলে,

“ক্ষমতাটা আছে আমার মধ্যে-
কেবল আমার মধ্যেই।
প্রতিভা-জন্মগত
শক্তি-জন্ম দেওয়ার
নতুন চারাগাছের”।

মালী বলে,

“ঠিকই বলেছো,
তবে-
তুমি কি জানো?
কতো প্রতিভা নষ্ট হয়ে গেছে অকালে!
একটু পরিশ্রমের অভাবে-  
শোনো তাহলে,
তোমার ওই চারাগাছের চারিধারে
বেড়া করে দিই আমি।
লালন আর পালনে
বড়ো করে তুলি।
পূর্ণ গাছের সুমিষ্ট ফলে
অন্যেরা যখন ব্যস্ত-  
স্বাদে আর বর্ণে পরিতৃপ্ত-
তখন-    
তাদের ফেলে দেওয়া আঁটিটা
সযতনে তুলে রাখি আমি-  
ভবিষ্যতের বীজ হবে বলে”।