বৈশাখের ঝড় আমায় নিরাশ্রয় করেছে বারংবার
তবু, বৈশাখ-ই আমার সবচেয়ে প্রিয়
সবচেয়ে অমূল্য রত্নের উপহার পেয়েছিলাম,তার হাত ধরেই
আর অমনোযোগী অসতর্ক শ্রাবণ এটা কি করলো!
জ্যৈষ্ঠ-আষাঢ়–ভাদ্র-আশ্বিন...আর, সব্বাই পারলো
বুকে করে আগলে রাখতে !
শুধু, দায়িত্বজ্ঞানহীন শ্রাবণটার মুহূর্তের ভুলে
চিরকালের মতো হারিয়ে গেলো; আমার সাত রাজার ধন এক মানিক!
কাঁদুক, ও! আমি এতটুকুও সান্ত্বনা দোবো না ওকে-
নিজের কৃতকর্মের প্রায়শ্চিত্তের জন্য আজ ওর কাঁদারই দরকার এমনকরে!