জমাট বরফের শীতলতায়
মৃতের সংরক্ষণ;
সম্পর্কের জীবন রক্ষায় যে
সঞ্জীবনী উত্তাপ প্রয়োজন;
মৃদু বরফ গলানো উত্তাপ; পারস্পরিক কথোপকথন
বাষ্পের অবস্থা দেখেছি,
প্রথম প্রথম বেশ মাখো মাখো
পৌষের নরম রোদের মিঠে মনোরম আবহাওয়া
তারপরই তো ফুটন্ত; দমবন্ধ ত্রাহি ত্রাহি
ছেড়ে দে মা কেঁদে বাঁচি-
হয়, উত্তপ্ত বাদানুবাদ
নয়, হিমশীতল কঠিনতা
আচ্ছা, আমরা বিচ্ছেদ বলছি কেন তাহলে?
প্রেমের যোগের অবশিষ্ট ছিটেফোঁটা কিছু থাকলে, তবেই না বিচ্ছেদ!
তার চেয়ে বরং, নিষ্কৃতি বলো
বলো মুক্তি; তোমারও....আমারও....