শেকড় আর মাটি
সম্পর্ক আজন্ম
সম্পর্ক জন্মভূমির
হঠাৎ আমূলটানে উৎখাতের ফাটলরেখা
আঁকড়ে ধরা একমাত্র আশ্রয়
নিরাশ্রয়ের প্রশ্নচিহ্নে একরাশ সংশয়ে!
শেকড় আর মাটি
সম্পর্ক যেখানে শোষক আর শোষিতের
শোষণমুক্তির কথা ভাবি কি করে, আর!
শোষণমুক্তির জন্যে স্বাধীনতা
আর শোষণমুক্ত থাকার জন্যে আইন প্রণয়ন
আমার আশা-ভরসা-আস্থা
আমাদের রক্ষাকবচ
আমাদের সংবিধান
আঁকড়ে ধরা একমাত্র আশ্রয়
আমার শেকড়...আমার মাটি