আমি,স্কুলব্যাগ আর বাবা
স্কুলে যেতাম তিনজনে মিলে-  

আমি,স্কুলব্যাগ আর ছেলে
স্কুলে যাই তিনজনে মিলে-
  
বাবার কাঁধে চড়ে স্কুলব্যাগ;
তখনও যেত  
এখনও যায়!