কবিতার সভা নয়
সভাকবি ছিলেন তখন;
উজ্জ্বল জ্যোতিষ্ক সমাবেশেও
বরাদ্দ ছিল এক রত্ন-সিংহাসন
বিদ্যোৎসাহী রাজা নিজের হাতে-
সাদর বরণ করতেন তাঁকে,
রাজসভা-সভাকবি, ইতিহাস হয়ে গেছে কবে!
শুধু, কবিতার সভা আজও রয়ে গেছে
বড়ো ভালোবেসে;
‘সভাকবি’ নামটা তাই, তোলা থাক নাহয়;
মনের মণিকোঠায়-
মহতী এ সভায়; সভাকবি নয়
শুধু, ‘সভার কবি’ আমরা সবাই।