শুধু আজ নয়
সেবা নিয়ে সুরক্ষা নিয়ে সে ছিল হাজির; মানুষের কাছাকাছি
মানুষ তখন গুহাবাসী
আর সব প্রাণীরা যখন ভয়ে আর অবিশ্বাসে
মানুষের থেকে অনেক দূরে দূরে
ভালোবেসেই সে এসেছিল; মানুষের কাছাকাছি
তারপর থেকে কি তারও অনেক আগে
সেই স্বর্গারোহণের পথে
সেই ছিল সাথী কেবল, পথ চলার সাথে
বড়ো ভয় করে আজ আমার
যারা তাদের মারতে পারে এমনকরে
এমন বীভৎস নৃশংসতায়
কি জানি কেন মনে হয়
তারা খুন করতে পারে আমাদেরও!