আত্মপ্রকাশ একে
আপন কক্ষের অন্তরাল হ’তে।
শূন্য হ’তে উত্তরণের
যাত্রা শুরু; আলোর পথে  
পূর্ণ উদ্যম আর ভরা আত্মবিশ্বাসে।  
গুটি গুটি পায়ে চলতে চলতে
স্বপ্নের শততমের চূড়োয়...     
এক হ’তে একশত
এক সুদীর্ঘ যাত্রাপথ।
একটা স্বস্তির নিঃশ্বাস
তৃপ্তির চওড়া হাসি।
বুদ্বুদ যেমন নিমেষেই মিলিয়ে যায়
তৃপ্তিটাও তেমন।
যেই ভাবি, চলতে হবে  
আবার;
শূন্য থেকে শুরু করে নতুন উদ্যমে  
ভাটি পথ বেয়ে উজানে।  
ক্লান্তির ঘনমেঘ জড়ো হয় মনে  
সামনের পথ বড়ো দীর্ঘ মনে হয়।