পুজোর সময় এলেই মনটা খুশি খুশি হয়ে যায় আপনাআপনি
সারাক্ষণের বেয়াড়া মনখারাপি দুঃখগুলো
মাথাচাড়া দেওয়া ভুলে
শীতঘুমে চলে যায় ক’দিনের জন্যে।
ছেলেমেয়ে নিয়ে মা দুর্গা আসেন, ছেলেমেয়েদের ঘরে-
গমগম করে সঙ্গ সুখে পরমসুখী সঙ্গীবিহীন নিউক্লিয়ার ফ্যামিলিগুলো
আনন্দ আর খুশি মেখে ক’টাদিন
সব্বাইমিলে একআকার সার্বজনীন একান্নবর্তী একপরিবারে