জীবনে, খিদের জ্বালাটা পোহাতে হয়নি যাকে,
তাকে তো আর বোঝানো যাবে না; না খেতে পাওয়ার যন্ত্রণাটা!
অনাহারের আগুনে নিজেরই শরীরটা কয়লার মতো পুড়ে পুড়ে খাক না হলে
বুঝতে পারা যায়না, সে কষ্টটা!
পরিসংখ্যানের ‘অনাহার সূচক’ নিছক একটা তথ্য মাত্র, অন্যের কাছে-
সে যন্ত্রণার অনুভব পেতে হলে, পৌঁছোতে হবে
সেই হতভাগ্যের কাছে,
যার ভাতের হাঁড়িটাকেই বেচে দিতে হয়েছে, স্রেফ দু-মুঠো চালের জন্যে!