( বাংলা কবিতার আসরে সাম্প্রতিকতম সংযোজন “সপ্তাহের দশটি বাছাইকৃত কবিতা।” শ্রদ্ধেয় এডমিন পরিষ্কার করে বলে দিয়েছেন এই ব্যাপারে। অত্যন্ত সুন্দর ব্যবস্থা করেছেন তিনি। এর মধ্য দিয়ে তিনি একটা প্রচেষ্টা করেছেন যাতে করে সবাই তাঁর সেরাটা দিতে আরও বেশি উদ্বুদ্ধ হতে পারেন।ব্যক্তিগত ভাবে আমার অবস্থান, ব্যবস্থাটি অত্যন্ত সুন্দর। একটি সাধু উদ্যোগ।  
তবু,  প্রায় প্রতিদিন এই বাপারে পোষ্ট দেখতে পাচ্ছি। ক্ষোভ, অভিমান, অস্বস্তি  প্রকাশ করেছেন আসরের প্রিয় কবির কেউ কেউ। আমার এই কবিতাটি বিষয়টিকে কেন্দ্র করে একেবারে নিজস্ব অনুভূতি। সবার কাছে, একান্ত অনুরোধ দয়া করে এর মধ্যে কোন বিতর্ক বা উদ্দেশ্য খুঁজবেন না।)  


জানো
তোমাকে নিয়ে যে কবিতাটা লিখেছিলাম
সেটা, সপ্তাহের সেরায় জায়গা পেয়েছে।
মিথ্যে বলবো না, বড়ো আনন্দ পেয়েছি;
তোমার জন্যে
আর, আমার  জন্যেও।
কথাটা এখানেই শেষ হলে বেশ হতো!
বেশ তুমি আর আমি সেরা হয়ে থাকতাম
জ্বলজ্বল করে জীবনভর!
জীবনভর একসঙ্গে তুমি আর আমি?
আর, বড় জোর মেরে কেটে বছর সাতেক
তারপর... একা হয়ে যাওয়া...
হয় আমি
নয় তুমি
আর, জ্বলজ্বল করবে কবিতাটা...
গুনে গুনে সাতটা দিন
তারপর...
অন্য কেউ অপর কাউকে নিয়ে...