ঘটনাকে, অঘটনায় বদলে দিতে দম লাগে
বলতে দম লাগে কলিজায়,“হেরে মাঠ ছাড়বো না!”
লড়াই করে যারা জিতলো
তাদের সমর্থন করবো বলে
বিশ্বকাপের শুরুতেও ভাবি নি;
এখন ভাবি। সমর্থন করি তাদেরই, একেবারে মন থেকেই-
বোধ হয়, সমর্থন এমনই
লড়াই এমনই
হারের মুখে দাঁড়িয়েও;
চোয়ালটাকে শক্ত রাখতে পারলো যারা গভীর প্রত্যয়ে,
না ভালোবেসে তাদের!
সমর্থন না করে তাদের, কাকেই বা করবো!
সার্থক হলো আমার এতগুলো রাতজাগা
অঘটনের বিশ্বকাপের সঙ্গে!