বোশেখের ঠা ঠা পোড়া রোদে
ঝলসে যাবার ভয়!
স্নেহের ছত্রছায়ায় আগলে রাখি তাই; সবসময়
আগলে রাখি জগতের যা কিছু খারাপ সে সব থেকে বাঁচিয়ে বাঁচিয়ে
মন্দছোঁয়ার পাশ কাটিয়ে কাটিয়ে
ভালো করে গড়বো তোকে; এইটুকুই আশা!
আগলে রাখি কিছু শস্যদানা শীতল ছায়ার মায়ায় মায়ায়
তবু, যত্নের সে ধন বুকের সিন্দুকেই পচে নষ্ট হয়ে গেল একদিন; তবুও!
পদে পদে জড়তার ভয় ভেঙে গেল আমার
স্নেহের আগল ভেঙে দিলাম আজ
বাড়তে দিলাম তোকে খোলা মাঠের ভালো-মন্দে, রোদ-বৃষ্টি-ঝড়ে