হ্যাঁ, মানছি প্রশংসা পাওয়ার জন্যে  
বিশেষ কোনো ভালো গুণ থাকা দরকার-
তবে,
বড়সড়ো কোনো বদ গুণ সঙ্গে থাকলে
ধমক খাওয়া পোহাতে হয় না

পা পিছলে পড়ে যাওয়ার জন্যে  
অন্যমনস্কতা তো দায়ী
অথচ,
পতনের সমস্ত দায়
সব ভর্ৎসনা
নিরীহ শ্যাওলার ওপরেই বরাদ্দকৃত    

তবুও ভর্ৎসনা বেশ নিরাপদ  

তিরস্কারের তেতো বড়িটা  
কোনরকমে একবার
গলার ওধারে চালান করে দিতে পারলেই,
যাবতীয় দোষ কাটান-
কোনো জের টানতে হয় না আর,ভবিষ্যতে-  

আর,
প্রশংসার উড়ো ফানুস;ফুস হতে বেশি সময় নেয় না-