বয়েস হয়েছে-
শরীরটা আর সাথ দিচ্ছে না আগের মতো
হাঁফ ধরে যায় অল্পেতেই।
তবুও
মনটা উড়তে চায় পাখী হয়ে-
বাঁচার মতো বাঁচতে-সাধ রয়েছে মনে।
খোঁটা
শুনতে হয় অহরহ-বয়সের
বিধি নিষেধ পদে পদে।
আকাশের
বুকে উড়ে যায় পাখীর দল - বরিষ্ঠ পথপ্রদর্শক।
সেও ওড়ে পাল্লা দিয়ে-যৌবনের সঙ্গে।
প্রেরণা
যুবার-উজ্জ্বল ভবিষ্যৎ
আমার-সোনালী অতীত।
স্মৃতি
রোমন্থনে সঞ্জীবিত।
আর বয়েস! ধুর! তুই তো একটা সংখ্যামাত্র।