শুধু আজ কেন
যুদ্ধ তো জারি সবসময়েই
জীবনের প্রতিটা দিন
প্রতিটা ক্ষণ
একটা না একটা অশুভ প্রতিপক্ষ
ঠিক এসে হাজির,
তার প্রবল প্রতাপ প্রতিপত্তি নিয়ে-
বোঝা যাচ্ছে না একদম,
আমাদেরই মধ্যে কে আক্রান্ত
আর কেই বা অতিক্রান্ত!
নিরীক্ষা চলছে; থার্মাল স্ক্রিনিং
পরীক্ষায় পাশ করলে, তবেই স্বস্তি
তবে সেটাও বড়ো সাময়িক
যুদ্ধ এখন
যুদ্ধক্ষেত্র ছাড়িয়ে
মৃত্যুবিভীষিকা ছড়িয়ে
হাজির, একেবারে জীবনের দোরগোড়ায়
সীমান্তের সাঁজোয়ায়, দণ্ডায়মান আজ আমরা সব্বাই
তবু, ধৈর্যের পরীক্ষা সংকটকালেই
সেনা পরিচালনার গুরুভার
মহা বীর ভীম কিংবা মহা ধনুর্ধর অর্জুন নয়
বিবেচনায় কিনা, সাদামাটা যুধিষ্ঠির!
হ্যাঁ, যুধিষ্ঠিরই যোগ্য একমাত্র
যুদ্ধের সংকটময় মুহূর্তেও যিনি থাকতে পারেন অবিচল ধীর; ধৈর্যে স্থির
আতংক নয়; সময় এখন, ধৈর্যের বাঁধ তৈরির