বাবার আশীর্বাদ মায়ের মমতা
দাদার স্নেহ ভায়ের ভালোবাসা
বোনের আবদার খুনসুটি
দাম্পত্য-অপত্যস্নেহ
বন্ধুর সখ্যতা- প্রতিবেশীর সুসম্পর্ক
সব-সব সম্পর্কই আছে টিকে
লালন পালনের প্রবাহে ভর করে।
মালী যেমন গাছটাকে যত্ন করে রোজ-
পরিচর্যা করে সর্বক্ষণ।
সম্পর্কও তেমনি দাবী করে পরিচর্যা- সর্বক্ষণের।
সুখে দুঃখে পাশে দাঁড়িয়ে
মনের ভারী বোঝাটার ভার
লঘু করার চেষ্টা করে।
নয়তো-
জলের প্রবাহের অভাবে
দুকূল ছাপানো নদীও শুকিয়ে মরে যায়
সুন্দর সম্পর্কের মতো।