বিয়ের পর স্ত্রী, তার সাম্রাজ্যের পত্তন করেই ক্ষান্ত থাকলো না
বিস্তারেও মন দিলো।
মাও তাঁর সাম্রাজ্যে–অনধিকার প্রবেশে হাত গুটিয়ে থাকলেন না।
তিনিও তাঁর হৃত রাজ্য পুনরুদ্ধারে মনোনিবেশ করলেন
বেশ মন দিয়েই।
আমি আর বাবা দাবার ঘুঁটির মতো চলতে লাগলাম
দুই সাম্রাজ্যবাদী শাসকের অঙ্গুলিহেলনে।
রাজ্যের দুই প্রজাই
ক্ষমতা লোভী শাসকদের ভালবাসার!অত্যাচারে
দিশাহারা হয়ে পড়লো দিবানিশি।
সম্প্রীতির ললিত বাণীও ব্যর্থ হলো বারেবারে।