“ভালোবাসি”- বললেই তো আর, সম্পর্ক টিকে থাকে না  
পায়ে পায়ে সাথে সাথে তার পথ চলা-      
পরনের জামা কাপড় রোজকার ব্যবহারেই    
খাওয়া দাওয়ার বাসন কোসন
রোজকার ধুয়ে মুছেই; ব্যবহারের উপযোগী        
  
  
রক্তের সম্পর্ক থাকলেই কি সেটা, চিরস্থায়ী বন্দোবস্ত?    

শরীরের মৃত কোষ বাকলের মতো  
মরে যায়, ঝরে যায়- আপনা আপনি; টেরও পাই না!        
এক সময়ের বুকের কাছের সম্পর্কও  
শুধুমাত্র, লালনের অভাবে; আজ শুধু অতীত!      

রক্তবাহের মধ্য দিয়ে রক্তের বিরামহীন পথ চলা  
বাঁচিয়ে রাখে শরীরটাকে    

বুকের পাঁজর ঘেঁসে বিরামহীন; বুনে যায় নিশিদিন      
লাব ডাব, লাব ডাব; ভালোবেসে ভালো থেকো