ভিন্নমতে ছন্নছাড়া মেঘ
কলহের তর্জনগর্জন; ভিন্নমতেই!
একমত না হলে; বৃষ্টিও ঝরে না এতটুকু!
প্রেম সম্মতিতেই
অসম্মত হলে! রেহাইও মেলে না বিচ্ছেদে-
দ্বিমতের দ্বিধায়-
দ্বন্দ্ব প্রকট হয় শুধু,
ফিরে যাও বরং তুমি আজ
কথা দিতে হবে না, এক্ষুনি
তারপর...
মন যদি সায় দেয় ফের,
ফিরে এসো নির্দ্বিধায়
আমি তো তোমারই ছিলাম-আছি-থাকবোও তো!