বায়বীয় প্রেম
বায়ুকে ঘিরেই যার অবস্থান,  

হাতের কাছের সব বিকল্প
একে একে  
হাতের বাইরে ছেড়ে চলে গেলে-
একমাত্র বাতাসকে আঁকড়ে ধরেই,যার
বাঁচার ঝুলন্ত বাসস্থান-

বাতাস যতই  
প্রাণপ্রদায়ী হোক না কেন
সে কারো আশ্রয়দাতা হতে পারে না

শীত যখন যাবে যাবে
কুয়াশারা তখন জমজমাট ঘর বাঁধে,
পলকা বাতাসের গায়-  

কিন্তু সে সুখ যে বড়ো সাময়িক

পথচলতিতে
আজও যে দেখি,
পদপিষ্ট হয়ে
পড়ে আছে বিরহী সে প্রেম;
অবহেলার ধুলায়
উদাসী পায়ের তলায়-