স্টেডিয়ামে উপস্থিত আর সবাইয়ের মতো
আমারও বড়ো কষ্ট হচ্ছে, প্রিয় টিমটার হেরে যাওয়ায়-
যদিও হেরে যাওয়ার পিছনে
কারণ ছিল যথেষ্ট;
তবুও, মেনে নিতে পারছি না কিছুতেই,
এ পরাজয়
এ কঠিন বাস্তব!
লালিত স্বপ্নের-বর্ণময় আশার
এমন নিষ্ফল আশাভঙ্গ পরিণতি!
বাঁধভাঙা আবেগ যখন
নিম্নচাপের মতো অতিমাত্রায় সক্রিয়,
যুক্তির সাধ্য কি! ধারে কাছে উঁকি দেয়, তখন!