অফুরন্ত কাজেরা অগণিত
সমুদ্রের ঢেউয়ের মতো অবিরত
ফাঁস হয়ে, জট হয়ে, ঘিরে ধরে আমায়; সবসময়
মাঝের এতগুলো বছর কেটেছে শুধু,
ব্যর্থ আয়োজনে
বিনা উদযাপনে; বসন্ত ফিরে গেল প্রতিবার
কত সকাল হয়েছে রাত
রাত হয়েছে ভোর; তবু,
অপেক্ষার প্রতীক্ষা নিয়ে সময়, বয়ে গেছে শুধু শুধু,
দূরত্ব বাড়ছিল ক্রমেই,
উপায় ছিল না আর কোনো
অভিশপ্ত ওই চাকরিটা তাই, ছেড়েই দিলাম অবশেষে,
জানি না, চলবে কেমন করে
শুধু, তোমায় হারাতে পারবো না যে!
আবার হয়তো সবকিছু; শুরু করতে হবে শূন্য থেকে-
শুধু একখণ্ড অবসর; স্বপ্নপূরণের আয়োজনের
আকাশের সব তারা পথ ভুলে আজ,
সাদাফুল হয়ে ফুটে আছে; সজনের সারা শরীর জুড়ে