এক পাহাড় অন্ধকার পেরোনোর
পথ আবিষ্কার করেছিল
শক্তিশালী প্রতিভাধর ঝর্ণা।
ঝর্ণার জলেই তো পুরুষ্টু বেগবতী নদীর বুক
তবু ঝর্ণা নয়,
সভ্যতার বিকাশে জয়জয়কার নদীরই!
একার পথ চলায়
বড়জোর ক্ষণিকের ধূমকেতু এক ঝর্ণা
আর, সবাইকে নিয়ে পথ চলতে পারলে!
আবহমান বয়ে চলা সহনশীলা এক নদী