সাফল্যের কোন ভগ্নাংশ হয় না
হয় সে ষোল-কলায়, পূর্ণচন্দ্রের মতো সম্পূর্ণ
নয়তো সে, চন্দ্রহীন অমাবস্যার মতো নিকষ কালো অন্ধকারের ব্যর্থতায়-
জ্যোৎস্না অভিমুখী পাড়ি দিয়েছিল যে স্বপ্ন,
মুখ থুবড়ে পড়েছে সে আজ, বাস্তবের রুক্ষ জমিতে
এবারো চাঁদ ছুঁতে পারলাম না হয়তো!
তবু, নিরাশার অন্ধকার দেখি না তাতে
ব্যর্থতার সরণিতে সাফল্য সবসময়েই সংখ্যালঘু
আর উদ্যম বারবার ব্যর্থ হতে পারে না
তাই, চাঁদছোঁয়া স্বপ্নে পাড়ি দেব আবার!
দ্বিতীয়ার মলিন চাঁদে আলো নেই এতটুকু,
তবু, পূর্ণিমাজ্যোৎস্নার উৎসমুখ দেখেছি যে তার গায়!